পাবনায় তেলবাহী লরিচাপায় দুই যুবক নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/21/pabna_sujanagar_photo_1.jpg)
পাবনার সুজানগর উপজেলায় তেলবাহী লরির চাপায় কামরুল ইসলাম ও আব্দুল মান্নান নামে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে সুজানগর থানার সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন উপজেলার পৌর এলাকার চর সুজানগরের নবাব আলী খানের ছেলে কামরুল ইসলাম (৩৮) এবং পৌর এলাকার মসজিদপাড়ার মৃত বক্কর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে সুজানগর থানার সামনের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন তাঁরা। এসময় সুজানগরের বাজারের দিক থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল তেলবাহী লরিটি। লরিটি বাজারের সড়ক থেকে বাঁধের সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের তলা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘তেলবাহী লরিটি চাপা দিলে কামরুল ও মান্নান নামের দুজন নিহত হেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’