ময়মনসিংহে অর্ধগলিত তিন মরদেহের পরিচয় শনাক্ত
ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুঁড়ে উদ্ধার তিন মরদেহের পরিচয় মিলেছে। তারা হলেন, আমেনা বেগম (৩০) এবং তার দুই ছেলে আবু বক্কর (৪) ও আনাস (২)। আমেনা বেগম উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী।
আমেনার স্বামী আলী হোসেন ওই গ্রামের আবদুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, আলী হোসেন ভবঘুরে ছিলেন। ধার-দেনা করাসহ বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন আলী হোসেন। ধারণা করা হচ্ছে, স্ত্রী টাকা দিতে না চাওয়ায় দুই শিশু সন্তানসহ হত্যার পর মরদেহ রাতে নির্জন স্থানে নিয়ে পুঁতে রাখেন তিনি।
গতকাল মঙ্গলবার (২১ মে) পুলিশ জানায়, বিকেলে শিয়াল একটি শিশুর মরদেহ গর্ত থেকে টেনে বের করে। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে গর্ত খুঁড়ে এক নারী ও অপর এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। কয়েক দিন আগে ওই নারী ও দুই শিশুকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছে।