সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ মে) মারা যান তারা। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় তিনজন ও মদিনায় দুজনের মৃত্যু হয়।
আজ শুকবার (২৪ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ কাউন্সিলর জহিরুল ইসলাম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ইদ্রিস (৬৪)। তিনি ফতেপুর রাউজান চট্টগ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ-০৫৮৬৬৯৬৮৪। অপরজন মোহাম্মদ মরতাজুর রহমান খান (৬৪)। তিনি নবাবগঞ্জ ঢাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ-১৩১৩১৭৯৩।
গত বুধবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৮ হাজার ৯৯০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ২৪৩ জন হজযাত্রী।