ডাকাতি করতে এসে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা
চাঁদপুরের ডাকাতি করতে এসে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। গতকাল সোমবার (২৭ মে) দিনগত গভীর রাতে জেলার হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন, বকাউল বাড়ির ইউসুফের ছেলে আরাফাত (১২), তার দাদি হামিদা বেগম (৭০)। এ ঘটনায় ইউসুফের মেয়ে হালিমা (১৪) গুরুতর আহত হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নিহত আরাফাতের মা শাহিন পাশের বাড়িতে ফোন করে জানান তাদের বাড়িতে ডাকাত ঢুকেছে। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে হামিদা বেগমের মরদেহ খাটের উপর পড়ে আছে। আরাফাত ও মেয়ে হালিমা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। অপর আহত হালিমার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে স্থানীয়রা অভিযোগ করেন, বাড়িতে তিনটি বিল্ডিং রেখে ডাকাত দল টিনের ঘরে ডুকেছে। ডাকাতির উদ্দেশ্যে আসলেও ডাকাত দল ঘর থেকে কোনো কিছু নিয়ে যায়নি। এমনকি নিহত হামিদা বেগমের গলায় সোনার চেইন ও কানের দুলেও তারা হাত দেয়নি। তাই এটি আসলে ঢাকাতির ঘটনা কী না এটি তদন্ত করে দেখার আবেদন করেন তারা।
হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে ঘটনাটি ঘটতে পারে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি মুহাম্মদ আবদুর রশিদ।