এআরবির নতুন কমিটির দায়িত্বগ্রহণ
দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণুবিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন কমিটি গঠিত হয়েছে। এআরবি প্রেসিডেন্ট পদে চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীমা সুলতানা এবং সেক্রেটারি পদে সাদাকালোডটনিউজের প্রধান প্রতিবেদক এ কে এম শরীফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এআরবি নির্বাচনে কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া গতকাল শুক্রবার (৩১ মে) প্রধান নির্বাচন কমিশনার এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ ও বাংলানিউজ২৪ডটকমের বিশেষ প্রতিনিধি শামীম খান কমিশনারের দায়িত্ব পালন করেন।
নির্বাহী কমিটিতে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বিবিসি বাংলার আবুল কালাম আজাদ, জয়েন্ট সেক্রেটারি মাছরাঙা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক জাহেদ সেলিম অর্গানাইজিং সেক্রেটারি নিউজ২৪ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ আলী জয়, ট্রেজারার ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট মাহমুদুল হাসান, অফিস সেক্রেটারি দ্য বিজনেস পোস্টের নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম রানা এবং ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক ভূঁইয়া রবিন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন—নিউজ২৪ টিভির পরিকল্পনা সম্পাদক আরিফুল সাজ্জাত, সময় টিভির সহকারী বিশেষ প্রতিনিধি দেবাশীষ রায়, এবং ৭১ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মুজাহিরুল হক রুমেন।
নির্বাচনের আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বী তার মেয়াদে সংগঠনের বিস্তারিত কার্যক্রম এবং ট্রেজারার শামীমা সুলতানা আর্থিক প্রতিবেদন সভায় তুলে ধরেন। সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিবেদন দুটি পাশ হয়। এ সময় সংগঠনের সাফল্যের কথা তুলে ধরেন এআরবির টানা দুই মেয়াদের প্রেসিডেন্ট আরিফুল সাজ্জাত।