তানিয়া হত্যা মামলায় কর্নেল কুদ্দুস কারাগারে
রাজধানীর হাজারীবাগে তানিয়া আক্তার (৩৫) খুনের ঘটনায় গ্রেপ্তার লেফটেন্যান্ট (লে.) কর্নেল কুদ্দুসুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন। এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে লেফটেন্যান্ট কর্নেল কুদ্দুসকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাজারীবাগ থানার পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩১ মে কুদ্দুসুর রহমানের পাঁচ দিনের রিমান্ডে নিতে আদেশ দেন সিএমএম আদালত।
নথি থেকে জানা গেছে, তানিয়া ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। ২০১৭ সালে আজিজুর রহিমকে বিয়ে করেন। তাদের কোনো সন্তান নেই। হাজারীবাগ থানার মিতালী রোডে শাহিনের বাসায় চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। ১৯ জানুয়ারি তানিয়া ভাইয়ের বাসায় আসেন। আবার রাতে ফিরে যান। পরদিন তানিয়াকে তার মা ও ভাই ফোন দেয়। কিন্তু ফোন বন্ধ পায়। তানিয়ার মা বাড়িওয়ালা শাহিনকে ফোন দেন। বাড়িওয়ালা তার রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি বাড়িওয়ালা তানিয়ার মাকে জানান। সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে বাথরুম থেকে তানিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তানিয়ার ভাই তন্ময় হাসান গত ২২ জানুয়ারি হাজারীবাগ থানায় মামলা করেন।
মামলার পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় ফ্ল্যাটের মালিককে। পরে তদন্তে উঠে আসে, এ ঘটনায় লে. কর্নেল কুদ্দুসুর রহমান জড়িত। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।