অস্বস্তিকর গরমেও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
কয়েক দিন ধরে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা। এ পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশেই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার (৮ জুন) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগের সব জেলা এবং টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুরের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ ছাড়াও আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এ ক’দিন অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
আজ শনিবার (৮ জুন) সকাল সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন বেশ কিছু অঞ্চলেই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খাগড়াছড়িতে ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৫৭ মিলিমিটার। এ ছাড়াও গাজীপুর, রাঙ্গামাটি, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নওগাঁ, দিনাজপুর ও ফেনীসহ আরও কয়েক জায়গায় বৃষ্টিপাত হয়েছে।