নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ছয়জন নিহত
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পৃথকস্থানে দুই নারীসহ ছয়জন নিহতের ঘটনা ঘটেছে। ঈদের তৃতীয় দিন জেলার মান্দা উপজেলায় একজন নারী, পোরশা উপজেলায় একজন নারী, নিয়ামতপুরে একজন, মহাদেবপুরে একজন, পত্নীতলায় একজন ও বদলগাছীতে একজনসহ মোট ছয় জন নিহত হয়েছে। আজ বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের জলছত্র মোড় নামকস্থানে বাসের ধাক্কায় আয়েশা বেগম (৪৭) নামে এক নারী নিহত হয়েছে। নিহত আয়েশা উপজেলার নাদাইল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ৩-৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আর দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ ব্রহানী সুলতান মাহমুদ গামা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ঈদুল আজহা উপলক্ষে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন নিহত আয়েশা বেগম। সেই জন্য সকাল ৭টার দিকে মান্দার ফেরিঘাট থেকে একটি ইজিবাইকে চড়ে ওই নারীসহ কয়েকজন যাত্রী নওগাঁয় নওহাটার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বাস ইজিবাইকের পিছনে ধাক্কা দিলে নারীসহ কয়েকজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা বেগম। পরে আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠিয়েছে। বৃদ্ধার মৃত্যু নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।
আজ বুধবার (১৯ জুন) বেলা ১১টার দিকে নওগাঁর পোরশা-সারাইগাছী- আড্ডা আঞ্চলিক মহাসড়কে সিএনজির ধাক্কায় মনি কিসকু নামের এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারী নিহত হয়েছেন। আদিবাসী ওই নারী উপজেলার তেঁতুলিয়া ইউপির মঠবাড়ী গ্রামের জমিন কিসকুর স্ত্রী।
এদিকে, সকাল ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক হৃদয় হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত হৃদয় ওই ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে মহাদেবপুর থেকে নিজ বাড়ি বদলগাছীতে আসার পথে মাহীব হাসান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৫টার দিকে মহাদেবপুর রঘুনাথপুর সড়কে পৌঁছামাত্র মাতাজী থেকে মহাদেবপুরগামী অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা যান তিনি। নিহত মাহীব হাসানের বাড়ি বদলগাছী সদরে।
এদিকে সকালে পত্নীতলা উপজেলার বালুঘা মোড় এলাকায় ভটভটির ধাক্কায় হাবিবর রহমান (৫০) নামের এক সাইকেল আরোহী এবং একই দিনে দুপুরে বদলগাছীর কোলা ইউনিয়নের কেসাইল চাওলাকালি বাজারে আব্দুর রশিদ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর গ্রামের মৃত কেয়ামউদ্দিনের ছেলে আর আব্দুর রশিদ বদলগাছী উপজেলার পরোরা গ্রামের মৃত ফারেজ উদ্দিনের ছেলে।
জানা যায়, নিহত হবিবুর রহমান বাইসাইকেল নিয়ে নজিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা মুরগিবাহী একটি ভটভটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নিহত আব্দুর রশিদ আক্কেলপুর বাজারে যাওয়ার পথে কেসাইল চাওলাকালি বাজারে পৌঁছালে তুস বোঝায় একটি ভটভটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত গাজিউর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো দাফন ও সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।