বিলের পানিতে ঘুরতে গিয়ে নৌকাডুবি, মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ২
বিলের পানিতে নৌকা নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ডুবে যায় নৌকা। এতে রংপুর মেডিকেলের শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হন। আজ শুক্রবার (২১ জুন) দুপুরে জুমার নামাজের পর ঝিনাইগাতী ধানশাইল ইউনিয়নের গজারমারি বিলের পানিতে নৌকা ভ্রমণের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কান্দলী গ্রামের সোহরার আলীর ছেলে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মিল্টন মিয়া (২৫) এবং একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ (১৭)।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছরের মতন এবারও ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চলে পানি বেড়েছে। সেই পানি দেখতেই নৌকা ভ্রমণে যায় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মিল্টনসহ (২৫) পাঁচ বন্ধু। গজারি বিলের তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় মিল্টন ও আমানুল্লাহ মারা যান। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

কাকন রেজা, শেরপুর