তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলেও দেশের অনেক জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবাহাওয়া অফিস।
আজ মঙ্গলবার (২৫ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুম বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর, নীলফামারীর সৈয়দপুর ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী ৭২ ঘণ্টা দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারা দেশে আগামীকাল বুধবারের পর দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫৭ মিলিমিটার। এ ছাড়াও নেত্রকোনায় ৩৫, পঞ্চগড়ে ২৬, ঝালকাঠিতে ২২ মিলিমিটারসহ আরও কয়েক অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।