জামিন না পেয়ে জ্ঞান হারালের দুদক মামলার আসামি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/27/mohanogor-daira-adalot_0.jpg)
দুর্নীতির মামলায় জামিন নাকচের আদেশ শুনেই এজলাসে জ্ঞান হারিয়েছেন আসামি রাহেনা ফেরদৌস রউফ। আজ বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট থেকে এ আসামি জামিন পান। এদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে সুস্থ, স্বাভাবিক দেখলাম। পরে জামিন নামঞ্জুরের আদেশ শুনে অজ্ঞান হয়ে পড়েন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ সাদিকুল ইসলাম বলেন, প্রাথমিক চিকিৎসা দিতে তাকে (আসামি রাহেনা ফেরদৌস রউফ) ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
নথি থেকে জানা গেছে, ৪৯ লাখ ১৮ হাজার ৫৮২ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপনসহ ৭০ লাখ ৪১ হাজার ৮৬৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. জাকারিয়া রমনা থানায় মামলাটি দায়ের করেন। আসামি রাহেনা ফেরদৌস রউফ রাজউকের সহকারী অথরাইজড অফিসার আব্দুর রউফ সরকারের স্ত্রী।