সাভারে চলন্ত বাসে ডাকাতি, তিন নারীর স্বর্ণালংকার ছিনতাই
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় তিন নারী যাত্রীর স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতদল। এ ঘটনায় ওই তিন নারী যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩ জুলাই) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বিথী সাহা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগীরা হলেন— সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার কল্পনা সাহা (৬২) ও তার তিন কন্যা বিথী সাহা (৪২), রুপা সাহা (৩৬) ও তুলি সাহা (৩২)।
পুলিশ জানায়, বিথী সাহা তার মা ও দুই বোনসহ গাজীপুরের কালিয়াকৈর থেকে বাসে করে প্রথমে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে আসেন। পরে সেখান থেকে সাভারে আসার উদ্দেশে ‘সাভার পরিবহন’-এর ঢাকাগামী একটি বাসে (ঢাকা-মেট্রো-গ-১২-০৬৭৮) ওঠেন।
বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক বাসের গতি কমিয়ে দেয়। এসময় যাত্রীবেশে বাসে থাকা চার ডাকাত (বয়স আনুমানিক ৩০-৪০) ধারালো ছুরি নিয়ে ভুক্তভোগীদের দিকে তেড়ে এসে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে তাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ বের করে দিতে বলে। একপর্যায়ে তারা প্রথমে ভুক্তভোগী দুই বোনের গলায় থাকা দুই ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর তাদের মা কল্পনা সাহার কানে থাকা আট আনা ওজনের দুটি দুল ছিনিয়ে নেয়। এতে ভুক্তভোগীর দুই কানই ছিঁড়ে রক্তাক্ত জখম হয়। পরে চালক বাস থামিয়ে দিলে দুর্বৃত্তরা ভুক্তভোগীদের হত্যার হুমকি দিয়ে বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী বিথী সাহা বলেন, আমরা বাসের চালকের পাশে থাকা নারীদের আসনে বসা ছিলাম। দুর্বৃত্তরা ছিল বাসের পেছনে। ওই বাসে আমরা ছাড়াও আরও অন্তত ২০ জন যাত্রী ছিল। কিন্তু তারা অন্য যাত্রীদের কাছে না গিয়ে কেবল আমাদের কাছে এসে গয়নাগুলো লুট করে নেয়। এসময় বাকি যাত্রীরা সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করেন।
বাসের চালক ও হেলপার, কন্ট্রাকটররাও কোনো প্রতিবাদ করেনি। তারা লুটপাট শেষে নিশ্চিন্তে বাস থেকে নেমে যায়।
ওসি শাহজামান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।