জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৫ জুলাই) রাত ৮টায় তিনি সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি ও সুখ শান্তির জন্য প্রর্থনা করা হয়।
এর আগে রাত পৌঁনে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া এসে পৌঁছান। তাঁর সঙ্গে আসেন পরিবারের সদস্যরা।
আওয়ামী লীগ সভানেত্রী টুঙ্গিপাড়া এসে পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী নিজ বাড়িতে প্রবেশ করেন। তিনি বঙ্গবন্ধু ভবনে রাতে অবস্থান করবেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এ সফরকে ঘিরে টুঙ্গিপাড়াসহ গোটা জেলা বর্ণিল সাজে সেজেছে। সর্বত্র বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
আগামীকাল শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাল্যকালে পড়াশোনা শুরু করা বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া-গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন।
এ ছাড়া সেখানে ‘এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক’ অ্যালবামের মোড়ক উম্মোচন, শিক্ষা উপকরণ বিতরণ এবং নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুকন্যা নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। এরপর নামাজের জন্য মাধ্যহ্ন বিরতিতে যাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৩টার দিকে জাতির পিতার সমাধিসৌধে ফাতেহাপাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নিয়ে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।