‘শিশু নিখোঁজ’ গুজব, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/07/pilice.jpg)
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট অনেকটাই আলোচিত। এসব এখন পুলিশ সদর দপ্তরের নজরে আছে। শিশু নিখোঁজ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বলেছে, ‘এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ সদর দপ্তর সবার প্রতি অনুরোধ জানাচ্ছে।’
আজ রোববার (৭ জুলাই) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে কিছু শিশু নিখোঁজের পোস্ট দেখা যায়। যা নিয়ে চারিদিকে আলোচনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন তুলতে থাকে, কেন এ নিখোঁজের ঘটনা ঘটছে। তারই প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর এ বিবৃতি দিল।