মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে টেটাযুদ্ধে আহত ১৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধ, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১০ জুলাই) সকাল থেকে উপজেলার বালুচর ইউনিয়নে দফায় দফায় হওয়া সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন টেটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
পুলিশ জানায়, পূর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু (৬০) ও কালাইচান মাতব্বরের (৫৫) সর্মথকদের মধ্যে ফসলি জমির মাটি কাটার টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ বুধবার সকাল থেকে সংঘর্ষের জড়ায় দুই গ্রুপ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগেও গেল ২১ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে চারজন টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছিল বলেও জানায় পুলিশ।
ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান, মাটি কাটার টাকা ভাগবাটোয়ারা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন টেটাবিদ্ধ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।