সমাবেশ ভণ্ডুল করে আন্দোলন থামানো যায় না : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০ থেকে ৩০ লাখ লোকের সমাবেশ ভন্ডুল করে কোনো আন্দোলন থামানো যায় না—বাংলাদেশের মানুষ চলমান আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করেছে। আজ বৃহস্পতিবার (১১ জুলােই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিন গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের সঙ্গে অনুষ্ঠিত বিএনপির লিয়াঁজো কমিটির নেতৃত্ব দেন আমীর খসরু। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন থাকে যে, আন্দোলন আবার কবে শুরু হবে। কর্মসূচি আবার কবে হবে? একটা জিনিস পরিষ্কার করা দরকার, আন্দোলন চলমান আছে। আপনি যদি মনে করেন, বিশ থেকে ত্রিশ লাখ লোকের সমাবেশ টিয়ার গ্যাস দিয়ে, গুলি করে দিয়ে মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে; আন্দোলন শেষ হয়ে যায়নি।’
বিকেলে প্রথমে গণতান্ত্রিক বাম ঐক্য, এরপর এনডিএম এবং সবশেষে গণফোরামের সঙ্গে বৈঠক করেন আমীর খসরু। তার সঙ্গে দলের নেতা বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। এরপর সাংবাদিকদের সামনে কথা বলেন গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন আল রশিদ খান, এনডিএম সভাপতি ববি হাজ্জাজ, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তারাও উল্লেখ করেন, চলমান আন্দোলন তারা সামনে এগিয়ে নেবেন।