কফিন ধরে দাবি আদায়ের শপথ নিলেন কোটা সংস্কারপন্থিরা

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের স্মরণে আজ বুধবার গায়েবানা জানাজায় শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) নিহত হন কয়েকজন। তাদের স্মরণে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টা ৫মিনিটে ভিসি চত্বরে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কফিন ধরে শপথ নেন শিক্ষার্থীরা। বলেন, এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাব না।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের শহীদ আখ্যা দেন শিক্ষার্থীরা। তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। আন্দোলনকারীরা বলেন, আজ নতুন দিনের সূর্য উদয় হয়েছে। আমরা আজ ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি।