মেট্রোরেলের তিন স্টেশন বন্ধ
কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষের কারণে মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিটিএমসির জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
নাজমুল ইসলাম ভুঁইয়া বলেন, মিরপুর-১০ নম্বর মেট্রোরেল ফ্লাইওভার ব্রিজে আগুন দেওয়ার ঘটনায় এ আগুন দেওয়া হয়। এতে মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ রয়েছে। উত্তরা থেকে পল্লবী এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। মাঝখানে মিরপুরের তিনটি স্টেশন বন্ধ রয়েছে।
এদিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সংঘর্ষ হওয়ার পরে মেট্রোরেল বেলা ২টা থেকে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াত করছে। আর মিরপুর-১১ থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাতায়াত করছে। আগারগাঁও থেকে মিরপুর–১০ পর্যন্ত অর্থাৎ কাজীপাড়া, শেওড়াপাড় ও মিরপুর–১০ নম্বর স্টেশন আপাতত বন্ধ আছে।