অফিস-আদালত-ব্যাংক খুলছে বুধবার
অফিস, আদালত, ব্যাংক খুলছে বুধবার (২৩ জুলাই)। নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় গত রোববার থেকে সরকারি, আধা সরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে। বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট একই দিন থেকে তাদের সিদ্ধান্তে ব্যাংক ও আদালত বন্ধ রাখে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঘোষণা করা কমপ্লিট শাটডাউনের মধ্যে গত শুক্রবার দিনগত রাত ১২টা থেকে সরকার সারা দেশে কারফিউ জারি করে। এরপরও রাজধানীর বেশ কিছু এলাকায় আন্দোলনে নামে মানুষ। যদিও সরকার আগে বলেছিল, এ আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই। সরকারের দাবি, জামায়াত-শিবির ও বিএনপি ভাঙচুর, অগ্নি সংযোগ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে।
দেশে এমন উদ্ভূত পরিস্থিতিতে নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার থেকে সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর আজ মঙ্গলবার (২৩ জুলাই) ঘোষণা এলো—কাল থেকে খুলছে অফিস, আদালত ও ব্যাংক। এদিন সকাল ১১টা থেকে ৩টা চলবে অফিস কার্যক্রম।