পলাতক ৮২৬ আসামির ৯ জন ভয়ঙ্কর জঙ্গি, ধরিয়ে দিলে পুরস্কার
নরসিংদীর জেলা কারাগার থেকে অগ্নিকাণ্ড, ভাঙচুর, অস্ত্র লুট ও আসামি পালানোর ঘটনা ঘটেছে গত শুক্রবার (১৯ জুলাই)। যদিও কতজন আসামি পালিয়েছে তার সঠিক তথ্য মেলেনি। পরে জানা যায়, আট শতাধিক আসামি পালিয়েছে। ওই আসামিদের মধ্যে ৯ জন ভয়ঙ্কর জঙ্গি। এদের ধরিয়ে দিলে মিলবে পুরস্কার।
গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন। দাবি না মানায় তারা একপর্যায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। এরপর ‘কমপ্লিট শাটডাউনের’ মতো কঠোর কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীসহ প্রায় পুরো দেশ। এরমধ্যে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। পরে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা।
আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে সরকারবিরোধীরা তাদের ফায়দা লুটতে মরিয়া হয়ে ওঠে। চারদিক যখন রণক্ষেত্র তখন নরসিংদীর জেলা কারাগার ভেঙে পালায় আসামিরা। পুলিশের তথ্যমতে, ওই কারাগার থেকে ৮২৬ জন আসামি পালিয়েছে। এরমধ্যে ৯ জন ভয়ঙ্কর জঙ্গি।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন গত সোমবার (২২ জুলাই) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে বলেন, লুট হওয়া অস্ত্র কেউ অস্ত্রধারীসহ ধরিয়ে দিতে পারলে বিশেষ পুরস্কার আর অস্ত্র উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ঘটনায় জড়িতদের তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান আইজিপি।