২৬৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
সারা দেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সহিংসতার ঘটনায় ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
ইমরান খান জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ২৬৬ জনের মধ্যে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ইমরান খান বলেন, ‘সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত গণ-অধিকার পরিষদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দলটির যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমানও রয়েছেন।’