ফরিদপুরে শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় ফরিদপুরে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আন্দোলনের এক সমন্বয়ক মো. আরমান শিকদার এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে আরমান শিকদার বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা সরকার ইতোমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। এই আন্দোলনে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে। রাষ্ট্রীয় অনেক সম্পদ যেমন- মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা কখনোই কাম্য নয়। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই।
দেশ ও শিক্ষার্থীদের সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাও দেন এ সমন্বয়ক।
সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলনকারী মো. রিয়াদ মোল্লা, মো. রিফাত মিয়াসহ আরও অনেক ছাত্ররা উপস্থিত ছিল।