ছাত্রলীগের সাবেক নেতাদের ভুয়া স্লোগানে সংবাদ সম্মেলন ছাড়লেন ওবায়দুল কাদের
কোটা আন্দোলনসহ সমসাময়িক পরিস্থিতি নিয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মতবিনিময় সভায় আগত সাবেকদের কোন কথা না শুনেই সংবাদ সম্মেলন শুরু করেন সেতুমন্ত্রী। এর পরেই তোপের মুখে পড়েন তিনি। এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। অনেকটা বাধ্য হয়েই সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের।
আজ বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপস্থিত সাবেক নেতাদের সাথে কথা বলে জানা যায়, আজকের কর্মসূচি ছিল দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়। কিন্তু বরাবরের মতো ওবায়দুল কাদের আমন্ত্রিত নেতাদের কথা না শুনে সংবাদ সম্মেলনের মতো করে গণমাধ্যমের সঙ্গে কথা বলে কর্মসূচি শেষ করতে চেয়েছিলেন। এ জন্য ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েন তিনি। ছাত্রলীগের সাবেক নেতারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। হট্টগোল শুরু হলে কর্মসূচি শেষ না করে তড়িঘড়ি সভাস্থল ত্যাগ করেন দলের এই দ্বিতীয় শীর্ষ নেতা।
বৈঠক উপস্থিত একাধিক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভার জন্য ডেকে গণমাধ্যমের উদ্দেশে কথা বলা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন। তাঁরা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন, তাঁদের ডেকেছেন, আগে তাঁদের কথা শুনবেন, আলোচনা করবেন। সেটি না করে কেন গণমাধ্যমের সামনে কথা বলা শুরু করেছেন?
হট্টগোলের একপর্যায়ে কথা বলা শেষ না করে ওবায়দুল কাদের তাঁর অফিস কক্ষে চলে যান। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কোনো কোনো সাবেক নেতা গণমাধ্যমকর্মীদেরও গালাগাল করেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের এ নেতা বিভিন্ন সময় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের কর্মকাণ্ডকে ভুয়া বলে স্লোগান দিয়েছেন। এবার তিনি নিজেই দলীয় নেতাকর্মীদের কাছ থেকে সেই শব্দটি ফিরে পেলেন।