বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের বিক্ষোভের খবর
বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার করা হয়েছে। গতকাল শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এতে সারা দেশেই সাধারণ মানুষকে রাজপথে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের খবরের শিরোনামে লিখেছে, এক সপ্তাহের প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, খুনি সরকার। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়েছে।
এ দিনের বিক্ষোভ নিয়ে খবর করেছে আলজাজিরা ছাড়াও আরও অনেক গণমাধ্যম।