শনির আখড়া সড়কে আন্দোলনকারীরা, বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে একদফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে রেখেছে আন্দোলনকারীরা। যাত্রাবাড়ীর কাজলা ও শনির আখড়া থেকে সাইনবোর্ডের সড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কারণে বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
আজ রোববার (৪ আগস্ট) দুপুর থেকে আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। সরেজমিন দেখা যায়, সকাল থেকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সকাল থেকেই শিক্ষার্থীরা মহাসড়কে জড়ো হতে থাকেন। বর্তমানে এ মহাসড়ক দিয়ে ঢাকায় কোনো গাড়ি ঢুকছে না, বেরও হচ্ছে না। সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।