সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন না আ.লীগের কোনো নেতা
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না। আজ সোমবার (৫ আগস্ট) জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ওয়াকার-উজ-জামান বলেন, আজকে এখানে জামায়েতের আমির ছিলেন। বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা এখানে ছিলেন। জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতারা এখানে ছিলেন। সুশীল সমাজ এবং এখানে ড. আসিফ নজরুল ছিলেন, জোনায়েদ সাকীও ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না।
সেনাপ্রধান বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।
সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।’ তিনি বলেন, ‘প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে।’