মুন্সীগঞ্জে এক দিকে উল্লাস, অন্যদিকে আগুন
শেখ হাসিনার পদত্যাগে ও গণঅভ্যুত্থানের উচ্ছ্বাসে ফেটে পড়েছে মুন্সীগঞ্জ। আজ সোমবার (৫ আগস্ট) দুপুরে পদত্যাগের খবর পেয়েই জেলা সুপার মার্কেট, শহীদ মিনারসহ বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকে উল্লসিত জনতা।
এ সময় নানা স্লোগানে উল্লাস করে হাজার হাজার নারী-পুরুষ। পতাকা উড়িয়ে, নেঁচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-জনতা।
এদিকে একই সময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেলে মুন্সীগঞ্জ সদর থানা, ট্রাফিক পুলিশ, পৌরসভা ভবনে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এদিকে বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
পরে ফায়ারসার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।