ঢাকা আইনজীবী সমিতির সভাপতি-সেক্রেটারির কার্যালয় ভাঙচুর
স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর ঢাকার নিম্ন আদালতে বিএনপিপন্থি আইনজীবীরা আনন্দ মিছিল করেছে। এই আনন্দ মিছিলের পরে আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক হয়েছেন মো. আনোয়ার শাহাদাতের কার্যালয়ে ও আওয়ামীপন্থি আইনজীবীদের চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা এনটিভি অনলাইনকে বলেন, সকাল থেকে দফায় দফায় মিছিল করে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা। তারা প্রত্যেকটি আদালতের ভীতরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
এদিকে নিম্নআদালতে দেখা গেছে সকাল থেকে আইনজীবীদের তেমন একটা ভিড় নেই ও বিচারপ্রার্থী কম। আদালতের এজলাসে গিয়ে দেখা গেছে অনেক বিচারক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে আসেনি এবং পুলিশের সাধারণ নিবন্ধন শাখাতে (জিআর) অনেক কম পুলিশ সদস্য রয়েছে। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরা রাজবন্দি ও কোটাবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতদের জামিনে মুক্তির জন্য বিভিন্ন শুনানি, আবেদন ও জামিননামা কেনা নিয়ে ব্যস্ত রয়েছেন।