গাজীপুরে খুলল পোশাক কারখানা
আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বেশ কয়েকদিন বন্ধ থাকার গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই কারখানার শ্রমিকরা কর্মস্থলে এসেছেন।
কারখানা কর্তৃপক্ষ নিজেদের মতো করে শ্রমিক ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছেন। কর্মস্থলে ফিরে যার যার মত কাজ শুরু করেছেন পোশাককর্মীরা।
অপরদিকে যথাসময়ে নিয়ম মেনে তৈরি পোশাক শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে মনে করছে কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুরের দুই হাজারের অধিক পোশাক কারখানা রয়েছে। ক্রমান্বয়ে সব কারখানা খুলে উৎপাদন পুরোদমে শুরু করার আশাবাদ কর্তৃপক্ষের।