বান্দরবানে শান্তি সম্প্রীতির জন্য ছাত্রসমাজের আলোর মিছিল
বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির জন্য মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সাঙ্গু ব্রিজ থেকে শিক্ষার্থীদের এই আলোর মিছিল বের হয়।
আলোর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হয় এবং বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি যাতে ফিরে আসে সেজন্য সবাই দেশবাসীর কাছে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচারসহ নয় দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশকে নতুন করে যাতে সাজিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সে জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে ছাত্র সমাজের পাশে থাকার আহ্বান জানান।