দেশে ফিরেই জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ রোববার দেশে ফিরে রাজধানী শেরেবাংলা নগরে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাত করেন। ছবি : এনটিভি
দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে ফিরে তিনি দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।
আজ রোববার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে দেশে ফিরে রাজধানী শেরেবাংলা নগরে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে রুহের মাগফিরাত কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, যুবদলে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন সংগটনের বিপুল সংখ্যক নেতাকর্মী।