শিগগির চালু হচ্ছে মেট্রোরেল
খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে ঢাকা মেট্রোরেল। তবে, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বন্ধ থাকবে। আজ রোববার (১১ আগস্ট) মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এনটিভি এনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
ভাঙচুর হওয়া দুটি স্টেশন ছাড়া অন্য স্টেশনগুলো আগামী তিন দিনের মধ্যে মেট্রোরেল পুনরায় চালুর জন্য প্রস্তুত করা হবে। কর্তৃপক্ষ চালুর জন্য দিন ধার্য করবেন। তিনি বলেন, ‘প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে মেট্রোরেলের ট্রায়াল রান করা হবে বলে আশা করা হচ্ছে।’
কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের বিষয়ে জানতে চাইলে এম এ এন সিদ্দিক বলেন, ‘এ দুই স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গঠিত কমিটি প্রযুক্তিগত বিষয়ে এখনো প্রতিবেদন জমা দেয়নি।’
মেট্রোরেলের ১৬টি স্টেশনের মধ্যে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি ১৪ স্টেশনে কোনো ক্ষতি হয়নি। এই স্টেশনগুলো দিয়ে অনায়াসে যেকোনো ট্রেন অপারেশন করা যাবে বরে মতামত দিয়েছেন কর্তৃপক্ষ।