মেট্রোরেলের ট্র্যাক থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার
মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের পরিদর্শক মো. সোহেল এনটিভি অনলাইনকে বলেন, মেট্রোরেলের ট্র্যাকে ককটেল-সদৃশ দুটি বন্তু পাওয়া গেছে। গত কয়েক দিন ধরে আমরা মেট্রোরেলের প্রবেশ পথে সর্বোচ্চ তল্লাশি চালাচ্ছি। কেউ বহন করে ভেতরে নিয়ে ফেলার সুযোগ নেই। কেউ হয়তো ওপর থেকে ফেলেছে বা নিচে থেকে মেরেছে। মিরপুর থানা ও কাফরুল থানা এ বিষয়ে কাজ করছে।
এদিকে খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি প্রথমে ঝুঁকি মূল্যায়ন করে এবং পরে নিরাপদে মেট্রো লাইন থেকে ককটেল-সদৃশ বস্তু দুটি সরিয়ে ফেলে। পরবর্তীতে উদ্ধার করা ককটেল-সদৃশ বস্তুগুলো একটি নিরাপদ স্থানে নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক