আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করেন ক্রীড়া উপদেষ্টা
গণমাধ্যমগুলোর কাছ থেকে আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (১১ আগস্ট) ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।
আসিফ স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকে হাইকোর্টের আশাপাশ দিয়ে যাইনি একবারও। অথচ কয়েকটি নিউজ পোর্টালে দেখলাম, আমি নাকি সেখান থেকে পালিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশে আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি।’
এর আগে ঢাকার কয়েকটি নিউজ পোর্টালে আসিফ মাহমুদকে নিয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, হাইকোর্টের সামনে আনসার বাহিনীর কিছু সদস্য তাদের দাবি-দাওয়া নিয়ে একটি সমাবেশ করেন। তাদের সামনে দিয়ে যাওয়ার সময় আসিফ মাহমুদকে বাধা দেওয়া হয়।
নিউজ পোর্টালগুলোতে এ ধরনের সংবাদ দেখার পর বিভিন্ন জাতীয় গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক হাইকোর্টের সামনে গিয়ে দেখেন, আনসার বাহিনীর পোশাকে কিছু সদস্য জড়ো হয়ে তাদের চাকরি স্থায়ী করার দাবিতে স্লোগান দিচ্ছেন। সেখানে গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মচারীকেও তাদের সঙ্গে যুক্ত হয়ে একই স্লোগান দিতে দেখা গেছে।