রায়েরবাজার গণকবর
জুলাই শহীদদের মরদেহের ফরেনসিক শুরু ৭ ডিসেম্বর
রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারতের পর সংবাদ সম্মেলনে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : উপদেষ্টার ফেসবুক পেজ
রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত জুলাই শহীদদের মরদেহের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নাম-পরিচয় শনাক্তকরণ কার্যক্রম আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে।
আজ রোববার (১৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারতের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল এই কার্যক্রম পরিচালনা করবে। এজন্য রায়েরবাজারেই অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে ফরেনসিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এই কার্যক্রমের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক