রংপুরে আবু সাঈদ ও তাহির হত্যা মামলা, আসামি শেখ হাসিনা-পুলিশসহ ৫৭ জন
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু তাহির নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), রংপুরের সাবেক পুলিশ কমিশনার ও সাবেক ডিআইজিসহ ১৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
আজ রোববার (১৮ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাগুলো দায়ের করা হয়।
শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, সাবেক ডিআইজি আব্দুল বাতেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।
অন্যদিকে, ফ্রিল্যান্স ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের বাবা আব্দুর রহমান একই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
আদালত মামলাগুলো গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশ দেন।