বারির নতুন মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউছুফ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট জীবপ্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দকে। কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি বারির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ মন্ত্রণালয়ে যোগদান শেষে গাজীপুরে বারির সদর দপ্তরে অফিস করেন। তিনি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিদর্শন করেন। এর আগে ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বারির উদ্ভিদ প্রজনন বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে উদ্ভিদ প্রজনন বিভাগ, বারি, গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জীবপ্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হন।
ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব ডান্ডি থেকে জিন এডিটিংয়ের উপর উচ্চতর গবেষণা করে পিএইচডি ডিগ্রি এবং সায়েন্স অ্যান্ড এডভাইস ফর স্কটিশ অ্যাগ্রিকালচার ইউকে থেকে জিন সাইল্যান্সিংয়ের উপর পোস্ট ডকটরাল রিসার্চ ডিগ্রি অর্জন করেন। তিনি নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমএস, পিএইচডি ছাত্রদের তত্ত্বাবধান ও ইনস্টিটিউটের বিজ্ঞানীদের আধুনিক গবেষণাবিষয়ক যুগোপযোগী নির্দেশনা দিয়ে আসছেন।
ড. আখন্দ বারির আধুনিক জীবপ্রযুক্তি বিষয়ক গবেষণার অগ্রদূত। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ লিখেন। তিনি ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার মদন উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বারির সম্পাদক ও প্রটোকল অফিসার (অ.দা.) মো. হাসান হাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।