খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার উপরে : হবিগঞ্জ শহরে মাইকিং
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/21/habigani-pic.jpg)
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভোগান্তিতে জনসাধারণ। ছবি : এনটিভি
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ভাঙার আশঙ্কায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড মাইকিং করছে। তারা বলছে মানুষকে সাবধান হতে। খোয়াই নদীর যে কোনো স্থান দিয়ে ভাঙার শংকা রয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। যে কারণে প্রবল বেগে উজান থেকে পানি আসছে। এদিকে নদী ভাঙার কারণে সদর উপজেলার জালালাবাদ, রিচিসহ চার-পাঁচটি গ্রাম তলিয়ে গেছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ১৮ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। পানি আরও বৃদ্ধি পেলে আমন ধানের ব্যাপক ক্ষতি হবে।