দুই বাংলাদেশিকে ধরে নিয়ে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

এবার বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতের দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সহযোগিতায় নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিলেটের হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় গত রোববার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের জামাল মিয়া (৫৪)।
ভিডিওতে দেখা যায়, ভারতীয় বিএসএফ সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃঙ্খল কিছু জনতা বাংলাদেশি দুই কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। তাদের পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়। বাংলাদেশের দুই নিরীহ কৃষককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় বাংলাদেশের সীমান্ত এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মী শেখ জাহান রনি বলেন, ‘আমাদের দুই বাংলাদেশিকে বিএসএফের সহযোগিতায় নির্যাতন করা চরম মানবাধিকারের লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কূটনৈতিকভাবে এটি মোকাবিলা করা উচিত।’
জানা গেছে, স্থানীয় বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ, মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের চেষ্টায় রোববার বিকেলে সীমান্তের ১৯৮৮নং পিলারের পাশে বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠক করে। ওই পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে বাংলাদেশের আইনে ব্যবস্থা নেওয়ার শর্তে ফেরত দেওয়া হয়। পরে সোমবার বিজিবির পক্ষ থেকে মাধবপুর থানায় একটি ডায়েরি দায়ের হয়, যা বর্তমানে পুলিশ তদন্ত করছে।
ভারতীয় বিএসএফ বিজিবিকে জানায়, বাংলাদেশি নাগরিক দুজন মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এজন্য তাদের আটক করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সর্তক রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কবির হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।