কুষ্টিয়া থেকে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বাস ও সিএনজি চালকের দ্বন্দ্বের জেরে পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, গত মঙ্গলবার ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজিচালকদের সঙ্গে বাসচালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সিএনজিচালকরা আমাদের কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করে। এরই জেরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর থেকে মহিষকুণ্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়। প্রশাসনের আশ্বাসে আবার বাস চলাচল স্বাভাবিক হয়।
আফজাল হোসেন বলেন, গতকাল আবারও সিএনজিচালকরা বাসচালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ থেকে পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দসহ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে টিকিট বিক্রির কারণে কুষ্টিয়া থেকে ঢাকাগামী পরিবহণগুলো শুধু আজকে চলাচল করবে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। সংকটের দ্রুত সমাধান চান তারা।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া