বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের জয়পুরপাড়ায় দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদা পরিশোধ না করায় বখাটেদের ছুরিকাঘাতে রানা (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ছুরিকাঘাতে তার সহধর্মিণী রোজিনা বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বোনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে বখাটে কয়েকজন যুবক পথরোধের পর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। তার আহত স্ত্রী রোজিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। নিহত রানা ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। সে পেশায় একজন লোহা ব্যবসায়ী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি সাইয়্যান ওয়ালিউল্লাহ জানান, গত রোববার (৮ সেপ্টেম্বর) রিকশাভাড়া মেটানোর সময় রিকশাচালকের সাথে তর্কে জড়ান রানা। এসময় স্থানীয় বখাটে কয়েকজন যুবক রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে। এঘটনার পরে ঐ রিকশাচালক তার স্বজনদের সাথে নিয়ে ঐ যুবকদের পাল্টা মারধর করে। পরে ঐ বখাটে যুবকরা বিবাদে জড়ানোর অপরাধে রানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় এই দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে রানা নিহত ও তার স্ত্রী আহত হয়েছে। এঘটনায় জড়িত বখাটেদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।