সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে
রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার চার নম্বর এজাহারনামীয় আসামি জ্যোতি।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশের তদন্তকারী দল শনিবার ভোররাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করে। পরে আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার এজাহাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেন।