গুলিবিদ্ধ শুভ যন্ত্রণায় কাতরাচ্ছেন, চিকিৎসার টাকা নেই
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের সোহাগ মিয়া। আর পায়ে গুলিবিদ্ধ হয়ে প্রায় পঙ্গু সোহাগ মিয়ার ভাই শুভ মিয়া। এক ছেলে হারিয়েছেন, টাকার অভাবে আরেক ছেলের চিকিৎসা করাতে পারছেন না বাবা আবুল কালাম। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন খোঁজ নেওয়া না হলেও ছেলে হত্যার বিচার চায় পরিবার।
স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে লাখো ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আবুল কালামের দুই ছেলে সোহাগ মিয়া ও শুভ মিয়া। ৫ আগস্ট সকাল থেকেই কারফিউ ভেঙে একদফার আন্দোলনে যাবার প্রস্তুতি নিয়েছিলেন দুই ভাই। কিন্তু দুপুরের দিকে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে বিকেলে বিজয় মিছিলে যোগ দেন তারা। রাজধানীর বাড্ডা থানার সামনে বিজয় মিছিলে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই নিহত হন সোহাগ মিয়া। আর পায়ে গুলিবিদ্ধ হন শুভ মিয়া। তাদের বাবা আবুল কালামের পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার।
টাকার অভাবে অপারেশন করে পায়ের গুলি বের করা যাচ্ছে না শুভ মিয়ার। ছেলের উন্নত চিকিৎসার দাবি অসহায় মায়ের। বিস্তারিত দেখুন ভিডিওতে।