চলতি অর্থবছরেই ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক চলতি অর্থবছরেই বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্টিন রেইজার বলেন, বর্তমান সময়টি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। উপদেষ্টার সঙ্গে ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী। আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।
অপর এক প্রশ্নের জবাবে মার্টিন রেইজার বলেন, আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। ধারণা করছি চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়া হবে।