বগুড়ার শাজাহানপুরে দুজনকে কুপিয়ে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/22/bogra_pic.jpg)
বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুল মণ্ডলপাড়ায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাগর ও তাঁর সহযোগীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
শাজহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শাবরুল মণ্ডলপাড়ায় সাগর তার সহযোগীকে নিয়ে বসে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
নিহত সাগর তালুকদার (২৯) শাবরুল হাটখোলাপাড়ার গোলাম মোস্তফার ছেলে এবং তাঁর সহযোগী স্বপন (২৮) একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ ছাড়া হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
সাগরের বিরুদ্ধে শাজাহানপুর থানায় হত্যা, চাঁদাবাজি ও মাদক আইনে ছয়টি মামলা রয়েছে বলে জানা গেছে।