বাড়িতে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা, আহত ১

বগুড়ায় বাড়িতে ঢুকে দুই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বন্যা (১৮) নামের একজন তরুণী গুরুতর আহত হয়েছেন।
গতকাল বুধবার (১৭ জুলাই) দিনগত রাত ৯টায় ইসলামপুর হরিগাড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন-লাইলি বেগম (৭০) ও হাবিবা (২০)।
ছিলিমপুর ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুনুর রশিদ বলেন, বুধবার রাত ৯টায় ঘাতক সৈকত (২০) দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। প্রথমে বন্যাকে ছুরিকাঘাতে আহত করে। এসময় তার চিৎকারে দাদি লাইলি বেগম ও ভাবি হাবিবা এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
স্বজনেরা বলেন, প্রায় ছয় মাস আগে বন্যাকে বিয়ের প্রস্তাব দেয় একই এলাকার দক্ষিনপাড়ার সৈকত। কিন্তু বন্যার বাবা সেই প্রস্তাবে রাজি হননি। সেই ক্ষোভ থেকেই সৈকত এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।