গাজীপুরে মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আটক ৬
গাজীপুরে বাঘের বাজার ও টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈরে ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে এসব ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানার শ্রমিকরা সোমবার সকালে বিক্ষোভ শুরু করেন। এ সময়ে শ্রমিকরা আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সোনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জনকে আটক করে। এ ছাড়া কালিয়াকৈর উপজেলার পৃথক এলাকায় তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের কারখানার শ্রমিকরা আজ সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা, হাজিরা বোনাস ৮০০ টাকা, সাধারণ ও বাৎসরিক ছুটি বাড়ানোসহ ১২ দফা দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।
গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনের কারণে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার মাহমুদ ডেনিম, বক্তারপুর এলাকার ইকু নীটসহ তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষণার পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করায় সেনাবাহিনীর সদস্যরা ছয়জনকে আটক করেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ছাড়া টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় সিজন ড্রেসেস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।