গুলশানে দুজনকে কুপিয়ে হত্যার দুদিন পর মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানে দুই ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দুদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। তবে, লাশ উদ্ধার করা হয়েছে আজ শনিবার সকালে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন- রফিক (৮০) ও সাব্বির (১৬)। রফিকের গ্রামের বাড়ি বরিশাল সদরে এবং সাব্বিরের ময়মনসিংহের গৌরীপুর এলাকায়।
তৌহিদ আহমেদ বলেন, গুলশান-২ নম্বরের ১০৮ নম্বর রোড থেকে কাজী কাউসার নামের এক ব্যক্তির মালিকানাধীন প্লট থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন। তাদের দুজনেরই গলায় বটি দিয়ে কোপানো হয়েছে। শরীরের অন্যান্য অংশেও কোপানোর দাগ রয়েছে।
তৌহিদ আহমেদ বলেন, এ ঘটনায় মামলার হবে। নিহত ব্যক্তিদের পরিবার এসেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। আশা করছি, দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারব। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।