সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ৫ কর্মকর্তাকে ওএসডি
পাঁচ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এরমধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার (১ অক্টোবর) প্রজ্ঞাপনের মাধ্যমে খলিল আহমদ ও চার অতিরিক্ত সচিবকে ওএসডি করেছে।
খলিল আহমদ ২০২৩ সালের ২৭ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে তিনি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
খলিল আহমদ বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালের ১ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
অতিরিক্ত সচিবদের ওএসডি করার প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক মাছুমুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের সদস্য সেলিম ফকিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।