টাইম ম্যাগাজিনের উদীয়মান ১০০ বিশ্বনেতার তালিকায় উপদেষ্টা নাহিদ
বিশ্বের উদীয়মান ১০০ নেতার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। তাদের ‘টাইম ১০০ নেক্সট’-এর তালিকায় আছে বাংলাদেশের অন্তর্বতী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলামের বড় ভূমিকা ছিল। ওই আন্দোলন পরে ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়। একপর্যায়ে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হন।
সমাজবিজ্ঞান স্নাতক নাহিদকে ক্ষমতাধর হতে ২৬ বছরের বেশি বয়সী হতে হয়নি উল্লেখ করে টাইম ম্যাগাজিন তার বিয়ে লিখেছে, ‘আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে।’ আরও বলা হয়েছে, ‘১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।’
এ বিষয়ে নাহিদের ভাষ্য, ‘আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম–অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’